প্রকাশিত: Thu, Jul 6, 2023 8:37 PM আপডেট: Mon, Jan 26, 2026 11:54 AM
[১]নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা সংস্থা নানা ধরনের খেলা খেলছে: নুর
জুবাইদা জেরিন: [২] গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, বিভিন্ন দলকে ভাঙতে দলছুট-পদবঞ্চিত নেতকর্মীদের কোরবানির পশুর মতো টাকা দিয়ে কেনা হচ্ছে। লক্ষ্য, নির্বাচনে নেওয়া বা সরকারের পক্ষে কাজ করানো।
[৩] তিনি বলেন, মোসাদের কথিত এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সরকারসংশ্লিষ্ট অনেকের বৈঠক হয়েছে। তাদের বৈঠকের ভিডিও চিত্রও আছে। সরকারের উদ্বেগ থাকলে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিৎ। তিনি দাবি করেন, সাফাদির সঙ্গে তার কোনও বৈঠক হয়নি। সূত্র: যুগান্তর অনলাইন
[৪] বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
[৪] নুর বলেন, যারা কার্যালয়ে যেতে পারে না, নেতাকর্মীদের সঙ্গে সংশ্লিষ্টতা নেই; তারাই গণঅধিকার পরিষদের নামে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। অফিসের বাইরে সংবাদ সম্মেলনে তারা কী বলেছে, সেটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়।
[৫] রেজা কিবরিয়া সম্পর্কে তিনি বলেন, আমরা গঠনতন্ত্র অনুসরণ করে দুই-তৃতীয়াংশের সমর্থনে প্রথমে দলের আহ্বায়ককে অপসারণের চিঠি দিয়েছি, সাত দিনের ব্যাখ্যার সময় দিয়েছি; তারপর অপসারণ করেছি। সূত্র: বাংলা ট্রিবিউন
[৬] নুর বলেন, আগামী ১০ জুলাই গণঅধিকার পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন কিছু লোকজন বুঝতে পেরেছে, তারা সুবিধা করতে পারবে না। তারা ষড়যন্ত্র করে অপতৎপরতা চালিয়ে নেতাকর্মীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। গণঅধিকার পরিষদে তাদের ভবিষ্যৎ নেই। তাই তারা গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে টাকা-পয়সা নিয়ে গণঅধিকার পরিষদকে ভাঙার জন্য কাজ করছে।
[৭] প্রতিমন্ত্রীসহ সংসদে ৯টি আসন পাওয়ার প্রস্তাব নাকি পেয়েছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা যারা বলেছে, তাদের জিজ্ঞেস করুন। এটা ঠিক যে, বিএনপি একটি ঘোষণা দিয়েছে, তারা ক্ষমতায় গেলে সব আন্দোলনকারী দলকে নিয়ে একটি জাতীয় সরকার করবে। আমরা যেহেতু বিএনপির আন্দোলনে আছি, সেহেতু আমরা আশা করি বিএনপি আমাদের সুখ-দুঃখে পাশে থাকবে। সেক্ষেত্রে বিএনপি যদি ভবিষ্যতে এমপি-মন্ত্রী বানায়, সেটা বানাতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি